Advertisements

সেদিন পিরামিডের আড়ালে যেতে বাধ্য হন করণ!

120930Untitled-2_copy সেদিন পিরামিডের আড়ালে যেতে বাধ্য হন করণ!

শাহরুখ-কাজলের ‘সুরজ হুয়া মাধ্যম’ গানটা কতবার শুনেছেন? ভিডিওটাই বা কতবার দেখেছেন? উত্তর দেওয়াটা সত্যিই অসম্ভব!

২০০১-এ মুক্তি পাওয়া করণ জোহরের ‘কেথ্রিজি’ (কাভি খুশি কাভি গম) যে, বলিউডের সুপারহিট ছবির তালিকায় নিঃসন্দেহে অন্যতম সেরা তা আর বলার অপেক্ষা রাখে না। শাহরুখ-কাজল জুটির ফ্যানদের জন্য আবার এ ছবির গুরুত্বই আলাদা।

কিছুদিন আগে ‘কেথ্রিজি’র প্রসঙ্গ টেনে আনেন ছবির পরিচালক-লেখক করণ জোহর। সাক্ষাৎকারে করণ জানিয়েছেন, সুরজ হুয়া মাধ্যম গানের শুটিংই ছিল তাঁর জীবনের সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত।

Advertisements

কিন্তু কেন? ‘কভি খুশি কভি গম’-এর মতো এমন একটি ছবি তো তাঁর কেরিয়ারের মাইলস্টোন। তবে এমন কী ঘটেছিল সেখানে?

সাক্ষাৎকারে করণ বলেছেন, ‘মিশরে শুটিং চলাকালীন পেট খারাপ হয়েছিল। খুব খারাপ অবস্থা হয়েছিল আমার। পরিস্থিতি এমন ছিল যে, পিরামিডের ওই বিশাল বিশাল পাথরগুলিই শেষ ভরসা হয়ে উঠেছিল…’।

শুধু তাই নয়, করণ শেয়ার করেছেন আরও অস্বস্তির অভিজ্ঞতা। বলেছেন, ‘পাথরের পেছনে আরও এক জনের সঙ্গে মুখোমুখি হয়েছিলাম। আমার মতোই পেটের অবস্থা হয়েছিল ওর। দু’জনেই লজ্জায় চোখ তুলে তাকাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি মরে যাব…’। যদিও সেই ব্যক্তির পরিচয় জানাননি করণ।

এই সাক্ষাৎকারে অবশ্য খুশির খবর দিয়েছেন করণ। বলিউড পরিচালকের ইঙ্গিত, শাহরুখ-কাজলকে নিয়ে নতুন ছবি করতে চান তিনি। আর নতুন ছবি মানেই নতুন অভিজ্ঞতা।

Advertisements

Check Also

বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত: শবনম ফারিয়া

গত ১৪ ফেব্রুয়ারি তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করেন ‘ব্যাডবয়’ খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। …