বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো একই কায়দায় ‘আত্মাহুতি’ দিলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা অক্ষত উতকর্ষ। যিনি সম্প্রতি বলিউডে ক্যারিয়ার গড়ার পথে এগুচ্ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর, রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে বিহারের মুজফ্ফরপুরের বাড়িতে বাবাকে ফোন করেন অক্ষত কিন্তু ওই সময় টেলিভিশনের একটি জনপ্রিয় অনুষ্ঠানে মগ্ন ছিলেন তারা। ফলে অক্ষতকে পরে ফোন করবেন বলে জানান তার বাবা। এরপর শো শেষ হয়ে গেলে অক্ষতকে বারবার ফোন করার পরও পাওয়া যায়নি।
Advertisements
ওই ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিনেতার বান্ধবী স্নেহা চৌহান অক্ষতের বাড়িতে ফোন করে বন্ধুর আত্মহত্যার খবর জানান।
অক্ষত কোনোভাবেই আত্মহত্যা করতে পারেন না বলে দাবি প্রয়াত অভিনেতার পরিবারের। পরিকল্পনা করেই তাদের ছেলেকে খুন করা হয়েছে বলে দাবি করেন অক্ষতের বাবা।
যদিও মুম্বাই পুলিশের পক্ষ থেকে অক্ষতের পরিবারের কোনো অভিযোগই শুনতে চাওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে প্রয়াত অভিনেতার পরিবার বিহার পুলিশের দ্বারস্ত হয়েছেন বলে জানা গেছে।