Advertisements

এবার সুনীলের প্রেমে প্রভা

Untitled-1-2010261133 এবার সুনীলের প্রেমে প্রভা

সাদিয়া জাহান প্রভা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে ছুঁয়ে গেছেন দর্শকের মন। মাঝে নিজের ব্যক্তিগত কারণে ক্যামেরার বাহিরে থাকলেও আবারো কাজে ফিরে এসেছেন এ অভিনেত্রী। কাজ করে যাচ্ছেন নিজের আপন ছন্দে।
করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন প্রভা। শুটিংয়ের অনুমতি পেয়ে নিজ ভুবনে ফিরেছেন তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ এই অভিনেত্রী।

Advertisements

এদিকে প্রভা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি আপলোড করেছেন। আর সে ছবির ক্যাপশন জুড়ে দিয়েছেন তিনি। তবে ক্যাপশন দেখে বুজাই যায় প্রভা এবার সুনীল গঙ্গাপাধ্যায়ের প্রেমে পড়েছেন।

152319080 এবার সুনীলের প্রেমে প্রভা

ছবিতে দেখা যাচ্ছে মেরুন সাদা শাড়িতে রীতিমতো দ্যুতি ছড়াচ্ছেন এই নায়িকা।

এদিকে কয়েকদিন আগে অভিনেতা আব্দুন নূর সজলের সঙ্গে ‘অনুশোচনা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন প্রভা।

Advertisements

Check Also

বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত: শবনম ফারিয়া

গত ১৪ ফেব্রুয়ারি তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করেন ‘ব্যাডবয়’ খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। …