Advertisements

করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামান্না

tamanna-image-1601816874 করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামান্না

করোনাভাইরাসে আক্রান্ত দক্ষিণ ভারত এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গ্লামারাস এই অভিনেত্রী কদিন ধরেই হায়দারাবাদে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। সম্প্রতি তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে হায়দারাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।

Advertisements

গেল আগস্টেও কোভিড ১৯ টেস্ট করিয়েছিলেন তামান্না। তখন তার মা-বাবার রিপোর্ট পজিটিভ এলেও তিনি নেগেটিভ ছিলেন। তবে এ যাত্রায় নিজেও আক্রান্ত হলেন হালের এই ক্রেজ নায়িকা।

এদিকে খবরটি ছড়িয়ে পড়লে বাহুবলি ছবির এই নায়িকার ভক্তরা প্রিয় তারকার দ্রুত সুস্থতার জন্য সোশ্যাল মিডিয়ায় একের পর এক বার্তা দিতে থাকেন।

Advertisements

Check Also

আপ্লুত সুনেরা, জানালেন নিজের স্বর্গের ঠিকানা

সুনেরাহ বিনতে কামাল একদম নিজের জগতে যেখানে মন খুলে প্রাণ যা ইচ্ছে বলা যায়, করা …