Advertisements

সম্পর্ক মেনে নিয়েছে দুই পরিবার, বিয়ের আগেই করুণ পরিণতি

122011death সম্পর্ক মেনে নিয়েছে দুই পরিবার, বিয়ের আগেই করুণ পরিণতি

দু’জনের প্রেমের সম্পর্ক মেনে নিয়েছিল দুই পরিবারই। অল্পদিনের মধ্যেই তাদের বিয়ের কথা চলছিল। কিন্তু গতকাল দুপুরে দুর্ঘটনায় প্রাণ গেল যুগলের।

জনা গেছে, ভারতের ঝাড়গ্রামের বেতকুন্দ্রিতে ৫ নম্বর রাজ্য সড়কে বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান বাইক আরোহী শুভ কর (২৪) ও মৌ মণ্ডল (২১)।

ঝাড়গ্রাম থেকে পূজার বাজার করে দহিজুড়ি ফিরছিলেন শুভ ও মৌ। বেতকুন্দ্রির রাস্তার বাঁকে উল্টোদিক থেকে ঝাড়গ্রামগামী একটি পিকআপ ভ্যান চলে আসে। পিকআপ ভ্যানের চালক ও শুভ দু’জনেই ব্রেক কষেন। তবে পিকআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়েন শুভ ও মৌ। ভ্যানটিও উল্টে যায়।

Advertisements

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিনপুর ও ঝাড়গ্রাম থানার পুলিশ। শুভ ও মৌকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশা‌লিটিতে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। তবে চালক পলাতক।

শুভর বাড়ি দহিজুড়িতে। তিনি ডিশ লাইনের ব্যবসা করতেন। তার বাবার বড় মিষ্টির দোকান রয়েছে। মৌয়ের বাড়ি আঁধারিয়া গ্রামে। মৌ ও শুভর প্রণয়ের সম্পর্ক দুই পরিবার থেকেই মেনে নিয়েছিল। তাদের বিয়ে হওয়ার কথা ছিল।

তাদের এমন পরিণতিতে শোকাহত সবাই। একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করছেন শুভর বাবা উত্তম কর ও মা সরস্বতী। মৌয়ের চাচাতো ভাই দীপঙ্কর মণ্ডল বলেন, শুভর সঙ্গে মৌ শাড়ি কিনতে গিয়েছিল। খবর পেয়ে যখন পৌঁছাই তখন সব শেষ। শুভর চাচাতো ভাই সন্দীপ করের আক্ষেপ, ‘কোত্থেকে কী যে হয়ে গেল!

Advertisements

Check Also

৬৪ বছর বয়সী বৃদ্ধের ২৭ স্ত্রী, ১৫০ ছেলে-মেয়ে

কানাডার অন্যতম পরিচিত ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির স্ত্রীর সংখ্যা ২৭। তার ছেলে-মেয়ে …