Advertisements

নেহার হানিমুনের ছবি ভাইরাল

neha-image-1605702794 নেহার হানিমুনের ছবি ভাইরাল

নেহা কক্করের বিয়ে নিয়ে শোরগোল কম হয়নি। যেখানে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে বিয়ে নিয়ে গুঞ্জন ছিল, সেখানে টুক করে রোহন সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন নেহা৷

Advertisements

আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল নেহা ও রোহনপ্রীতের নানা ছবি৷ তবে এবার আর বিয়ের বা দিওয়ালির ছবি নয়৷ বরং নেহা একের পর এক শেয়ার করলেন তাঁদের দুরন্ত হানিমুনের ছবি !

ছবিতে দেখা গেল সুন্দর মখমল বিছানায় অন্তরঙ্গ নেহা ও রোহন৷

কোনও ছবিতে গোলাপের পাপড়ি ছড়িয়ে ভালোবাসা উজাড় করলেন দুজনে ৷ আপাতত দুবাইতেই আছেন দু’জনে ৷ দুবাইয়ের ঝকঝকে প্রাসাদ প্রমাণ হোটেলে রয়েছেন তাঁরা৷

Advertisements

Check Also

বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত: শবনম ফারিয়া

গত ১৪ ফেব্রুয়ারি তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করেন ‘ব্যাডবয়’ খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। …