Advertisements

বিয়ের এক মাস পরেই নেহা-রোহনের ভিডিও ভাইরাল! (ভিডিও)

neha বিয়ের এক মাস পরেই নেহা-রোহনের ভিডিও ভাইরাল! (ভিডিও)

একমাস হলো বিয়ে হয়েছে গায়িকা নেহা কক্কর ও গায়ক রোহনপ্রীত সিংয়ের। আর এক মাসে পা দিতেই নেহা-রোহন দু’জনেই খুশিতে ডগমগ। সেই খুশি দু’জনেই উজাড় করে দিলেন ইনস্টাগ্রামে। এক ভিডিও আপলোড করে বিয়ের একমাস পালন করলেন নেহা ও রোহন।

নেহা ও রোহন ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে দেখা গিয়েছে, হাতে বেলুন নিয়ে ঘরের ভেতর ঢুকছেন নেহা ও রোহন। দু’জনের চোখে চোখ, হাতে হাত। তারপর ছুটে গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে রোহনের ঠোঁটে ঠোঁট রাখলেন নেহা।

Advertisements

এই ভিডিও পোস্ট করে নেহা লিখলেন, ‘আমাদের বিয়ের একমাস বয়স। ধন্যবাদ রোহান ও তার পরিবারকে আমাকে এত ভালোবাসা দেয়ার জন্য৷ আমি দারুণ খুশি।’

অন্যদিকে রোহন তার ইনস্টাগ্রামে লিখলেন, ‘হ্যালো আমার সুন্দরী পুতুল৷ আমাদের বিয়ের এক মাস হয়ে গেল, এখনো আমি ভাবতেই পারছি না যে, তুমি একমাত্র আমার৷ লাভ ইউ সো মাচ… আমার জীবন !’

 

 

Advertisements

Check Also

অভিনেতা দাদাকে স্মরণ করে কাঁদলেন নাতনি! (ভিডিও)

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের ক্যানসারে কাছে হার মেনে গত ২৬ ডিসেম্বর না ফেরার দেশে চলে …