Advertisements

সুশান্ত সিং মামলার আসামি সেই রাকুল প্রীতের ছবি ভাইরাল

cmF0dWwtcHJpdC1pbWFnZS0xNjA2MjI4NDU4LmpwZw1 সুশান্ত সিং মামলার আসামি সেই রাকুল প্রীতের ছবি ভাইরাল

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই বলিউড তোলপাড় ড্রাগস মামলা নিয়ে ৷ আর সেই মামলায় নাম লিখিয়ে ফেলেছিলেন সুন্দরী নায়িকা রাকুল প্রীত সিংও ৷

Advertisements

তবে সেই মামলায় আপাতত ইতি৷ মামলার সমস্ত জাল কাটিয়ে রাকুল এখন মলদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত ! আর সেই ছুটি কাটানোর ছবিই এখন সুপারহিট সোশ্যাল মিডিয়ায় ৷

শুধু তাই নয়, নিজেকে ফিট রাখার জন্য সমু্দ্রের পাড়েই যোগাসনে মেতে উঠলেন রাকুল প্রীত ৷ শুধু তাই নয়, নিজেকে ফিট রাখার জন্য সমু্দ্রের পাড়েই যোগাসনে মেতে উঠলেন রাকুল প্রীত ৷

মালদ্বীপের সমুদ্রের পাড়ে বিকিনি পরে সান বাথ নিতে দেখা গিয়েছে রাকুলকে ৷ সেই ছবি পোস্ট করে রাকুল লিখলেন, ভিটামিন ডি-এর জন্যই এই সান বাথ ৷

Advertisements

Check Also

আপ্লুত সুনেরা, জানালেন নিজের স্বর্গের ঠিকানা

সুনেরাহ বিনতে কামাল একদম নিজের জগতে যেখানে মন খুলে প্রাণ যা ইচ্ছে বলা যায়, করা …