রণবীর-আলিয়ার মতো, রণবীরের পিসতুতো ভাই আদর ও তারা সুতারিয়ার সম্পর্কও এখন বেশ চর্চায়। ছবি-ইনস্টাগ্রাম
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়বেন, তবে বিয়ের আগেই প্রেমিক আদর জৈনের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে মনোকিনিতে ধরা পড়লেন অভিনেত্রী তারা সুতারিয়া।
Advertisements
কয়েকদিন আগে মালদ্বীপের সৈকতে লাল বিকিনিতেও নিজের একটি ছবি পোস্ট করেছিলেন তারা। ছবি-ইনস্টাগ্রাম
অন্যদিকে রণবীরের পিসতুতো ভাই আদর জৈনও নিজের ইনস্টাগ্রামে মালদ্বীপে ছুটি কাটানোর বেশকিছু ছবি পোস্ট করেছেন।
মালদ্বীপের এই ছবিতে আদরকেও কিছু কম হ্যান্ডসাম দেখাচ্ছে না। ছবি-ইনস্টাগ্রাম
প্রসঙ্গত, তারা তাঁর ২৫তম জন্মদিন মালদ্বীপে আদরের সঙ্গেই কাটিয়েছেন। জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তারাকে রাজকুমারী বলে উল্লেখ করতেও দেখা গিয়েছে আদরকে।