সেলফি তোলা এখনকার সময়ের সর্বাধিক পরিচিত ‘ট্রেন্ড’ এর একটি। সেলফি তোলাই হয় সময়টাকে স্মরণীয় করতে। ছেলেমেয়ে বুড়ো জোয়ান সবাই সেলফি তোলেন এখন। তবে অনেক সময় দেখা যায় সেলফিগুলো ঠিকঠাক আসছে না। অর্থাৎ আকর্ষণীয় হয়ে উঠছে না। কিছু বিষয়ে লক্ষ রাখলে আপনার তোলা সেলফিটি আরো সুন্দর হতে পারে।
লাইটিং:
ছবি তোলার সময়ে আলোর বিষয়টি অবশ্যই মাথায় রাখুন। যেদিক থেকে আলো আসছে, ছবি তোলার সময়ে সবসময়ে সেই দিকটি নিজের পেছনে রাখুন।
Advertisements
অনেক সময়েই ছবি তোলার পরে দেখা যায়, সেটি ঝাপসা বা ব্লার হয়ে গেছে। এই ধরনের ছবি ডিলিট না করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফেক্ট দিয়ে দেখুন।
ফ্রেমে লক্ষ রাখুন:
ছবি তোলার সময়ে সঠিক অ্যাঙ্গেল বেছে নিন। স্মার্টফোনে ছবি বা সেলফি তোলার সময়ে খুব বেশি জুম করবেন না। এতে ছবির কোয়ালিটি খারাপ হবে।
তাড়াহুড়ো করবেন না:
ছবি তোলার সময়ে অযথা তাড়াহুড়ো করবেন না। যে ফ্রেম করছেন, তার থেকে কিছু কেটে যাচ্ছে কি না, সে বিষয় খেয়াল রাখুন।
হলদে আলো:
হলদে আলো যেখানে থাকবে, সেখানে ছবি তোলার সময়ে স্মার্টফোনের অটো হোয়াইট ব্যালেন্স ফিচারটি ব্যবহার করুন। ফ্ল্যাশ ব্যবহার করার সময়ে মাথায় রাখুন, সেটি যেন উল্টোদিকে কোনোভাবে রিফ্লেক্ট না করে।