প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জানভি কাপুর। ইন্টারনেটে ঝড় তুলেছে তার বেলি ড্যান্সের একটি ভিডিও।
‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় পা রেখেছেন জানভি। অভিনয়ের পাশাপাশি নাচেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ইতোমধ্যে অনেক ভক্তও জুটেছে তার।
Advertisements
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেলি ড্যান্সের ভিডিওটি পোস্ট করেছেন জানভি। এতে কারিনা কাপুর অভিনীত ‘অশোকা’ সিনেমার ‘সান সানানা’ গানের তালে নাচতে দেখা গেছে শ্রীদেবী কন্যাকে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বোরিটো খাওয়ার পর বেলি ড্যান্স সেশন অনেক মনে পড়ছে।’
বর্তমানে জানভির ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘দোস্তানা টু’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। এছাড়া ‘রুহি আফজা’ ও ‘গুড লাক জেরি’ সিনেমায় দেখা যাবে তাকে।
দেখুন ভিডিও:
https://www.instagram.com/tv/CJ8JxrTFJmr/?utm_source=ig_embed&utm_campaign=loading