ঢাকা-মাওয়া দেশের প্রথম এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এক বছর হল। তবে পদ্মা সেতুর কাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে এ মহাসড়কটিও দিন দিন নতুন সাজে সাজছে। এক্সপ্রেসওয়ে দিনের সৌন্দর্যে অনেককে মোহিত করলেও নতুন সড়কবাতি লাগানোর পর এখন রাতে ফোটে এর নান্দনিক রূপ। এমন সুন্দর সাজানো সড়ক এর আগে দেশে দেখা যায়নি। দেখে মনে হবে যেন অন্যরকম এক বাংলাদেশ।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুরে ওভারপাসের সড়কবাতির আলো আর শীতের কুয়াশা মিলেমিশে তৈরি হয়েছে এই অপরূপ আবহ।
ঢাকা থেকে যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুরে দেখা যাবে এমন দৃশ্য।
Advertisements
ধলেশ্বরী নদীর জোড়া সেতু থেকে নেমে মাওয়াগামী এক্সপ্রেসওয়ের সবচেয়ে উঁচু ওভারপাস। নিকষ কালো আঁধার ভেদ করে চলে গেছে আলোকোজ্জ্বল পথটি।
পাখির চোখে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলী এলাকায় রাতের এক্সপ্রেসওয়ে।
অন্ধকার ভেদ করে সোজা এক্সপ্রেসওয়ে গিয়ে মিশেছে ধলেশ্বরী নদীর দুই সেতুতে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কুয়াশা আর সড়কবাতির আলো মিলেমিশে একাকার।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী নদীর পাশাপাশি দুই সেতুর উপরে ঢেউ খেলে যাওয়া সড়কবাতি।
এক্সপ্রেসওয়ে ধরে মাওয়া থেকে ঢাকা যেতে ধলেশ্বরী জোড়া সেতুর এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য ধরা দেবে রাতের বেলা।